বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাপ-বেটার জোড়া লাশ

     বাপ-বেটার জোড়া লাশ
        রফিক উদ্দিন লস্কর  

আজ সকালে ছিলো খোকার গায়ে
স্প্রিংভ্যালি স্কুলের পোশাক,
পিঠে লাল স্কুলব্যাগ ভর্তি বই খাতা 
দুপুরে এলো মর্গ থেকে ডাক।

বাইকে করে বাবার সাথে বাড়ি ফেরা 
ফেরা হলো না, কাছে এসে,
এক ঘাতক ট্রিপার প্রাণ কেড়ে নিলো 
বাপ -বেটা স্বর্গযাত্রায় শেষে!


বছর আটের খোকা,  অতি আদরের
বাবা মায়ের একমাত্র ছেলে,
নিয়তির পরিহাস! অভাগী মা, দিদি
পরপারে বাপ-বেটা ওদের ফেলে। 


কেমনে সইবেন জোড়া লাশের শোক
জীবন্ত স্মৃতি ফুটফুটে খোকার, 
নির্বাক আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী 
কাফনের কাপড় গায়েও বাবার।

পাশাপাশি দুটি কবর একসাথে হবে 
আজ দুজনের জানাজার নামাজ!
কভু কি জানতেন বাপ-বেটা পরবেন
শেষের সেলাইবিহীন ধবধবে  সাজ।

রচনাকাল- ৬ফেব্রুয়ারি ২০২৫ইং, ২২:১০ মি. নিতাইনগর-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

বিশ টেখি মাল

বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর  গাঁওর বেটিন বিয়ান অইলে  টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...