মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ভালো থেকো তুমি

.               ভালো থেকো তুমি
.             রফিক উদ্দিন লস্কর 
ভালো থেকো তুমি তোমার ভালোবাসা নিয়ে 
চলে যেতে পারো সকল দুঃখ আমায় দিয়ে। 
মান অভিমান হাতের মুঠোয় খাঁচায় বন্দী রাগ
বুক পেতে আমি নিতে পারি দুঃখের শতভাগ। 
একটি সালের আবেগ মূর্চ্ছনা সুখের সংগীত 
উতল হাওয়ায় ওড়াই ঘুড়ি চাইনা হার-জিত। 
আমার আমিতে শুধুই পড়ে রই মরার মতো,
বেদনার ভারে নুয়ে পড়ি হৃদয়টা ক্ষতবিক্ষত।
বিরহ গাঁথায় অশ্রু ঝরে অশান্ত মনের কোণে 
প্রেমহীন জীবনের শ্বাশতবাণী কে আর শোনে!
আপনভাজন দেয় পিছুটান শীতের কুহেলিকা 
স্তব্ধ মনে জ্বলেনা এখন বিজয়ের দীপশিখা।
আগামীর পানে পথচলা হোক অতীত ভুলে,
স্বপ্নের শহর সাজায় বাসর ডাকে দুহাত তুলে।
আয় চলে আয় আয়রে নবীন খুলে রেখেছি দ্বার,
আপন করে রাখবো ধরে যেতে দেবো না আর!

রচনাকাল- ৩১ডিসেম্বর ২০২৪ইং, ২১:০৫ মি. নিতাইনগর -হাইলাকান্দি।


কোন মন্তব্য নেই:

প্লাস্টিকের মানুষ

           প্লাস্টিকের মানুষ         রফিক উদ্দিন লস্কর  নেটওয়ার্কে রয় কতো যে মানুষ  নিজের সাথে নেই  সংযোগ, চারপাশ ঘেরা আছে ওয়াই-ফাই কৃত্রিম ...