রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শীতের রাতে

শীতের রাতে
রফিক উদ্দিন লস্কর 

শীতের রাতে গরম লেপে
কতো আরাম পাই
বিছানা মাঝে মনের সুখে 
ঘুমের দেশে যাই।।

স্বপ্নরা আসে ডানা মেলে
চোখের কিনারায়,
লাল নীল ও হলুদ যেমন
প্রজাপতির ডানায়।

রচনাকাল: ২৯ডিসেম্বর২০২৪ ইং, ২২:২৩মি.
নিতাইনগর-হাইলাকান্দি।। 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...