বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

প্রবেশ নিষিদ্ধ

             প্রবেশ নিষিদ্ধ
          রফিক উদ্দিন লস্কর 
চীনের প্রাচীরের মতো সুউচ্চ একটা প্রাচীর 
বাড়ির ঠিক সামনে রংবেরঙের বাহার,
এখানে একটা ফুলের বাগান, আর সেখানে 
প্রবেশ নিষিদ্ধ ছিনতাইকারী পোকার। 

এখানে রোজ রোদ্দুর পড়ে, মৃদু বাতাস বয়
পাখির কলতানে পুলক জাগে মনে,
এখানে প্রবেশ নিষিদ্ধ যে নোংরা গন্ধ বলে 
অপবাদ ও নিন্দা করে যেই জনে।

ফুলের সুবাসে যারা নাক সিটকায় কিংবা 
ধূলোময়লা থেকে নিজেকে সরায়,
এখানে প্রবেশ নিষিদ্ধ যে ফুলের কলিতে
অকারণে বিষদাঁতে কামড় বসায়।

এখানের ফুল পাখির আনন্দ উৎসব হয়
রোজ দেখি তা সজল নয়ন ভরে,
সবুজ পাতা কিংবা ফুল ফলের জলসায়
ভ্রমর প্রজাপতি ওড়াউড়ি করে। 

এখানে ঝিঁঝিঁপোকার করুণ কোরাস শুনে 
রাতেরবেলা কী দারুণ নিদ্রা আসে,
আবেগী মন স্বপ্নের শহরে পায়চারি করে 
চাঁদ আর শুকতারা খিলখিলে হাসে।

এই বাগানে অবাধ প্রবেশ দুটি বানরের
সমস্ত বাগান জুড়ে চলুক না রাজ,
ওদের জন্য তো এখানে বরাদ্দ করা আছে 
লালগোলাপি হলুদ ও খয়েরি সাজ।

রচনাকাল: ২৪ অক্টোবর ২০২৪ইং, ২২:০৮মি. নিতাইনগর-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

ইদ এসেছে

  ইদ এসেছে      রফিক উদ্দিন লস্কর  (নিতাইনগর-হাইলাকান্দি-আসাম) আবির তুহিন উঠছে জেগে  সকাল সকাল আজ, গোসল করে আতর মেখে গায়ে নতুন সাজ। ইদে এসেছ...