----- ফুলের জীবন------
।। রফিক উদ্দিন লস্কর।।
পতিত ভূমে ফুটিয়াছে আজ
রঙিন এক ফুল,
বাগানের ভিতরে হয়নি স্থান
নিশ্চয় আছে ভুল।
নিজের কুল হারায়ে নিজে
লজ্জায় ঢেকে মুখ,
পরের ঘরে বাঁধিয়াছে ঘর
কতটুকু পায় সুখ!
ঝড়ো হাওয়ায় একাই দুলে
নিশ্বাস নিতে কষ্ট,
নিজের জীবন নিজের হাতে
সে করিয়াছে নষ্ট।
পথভোলা এই ফুলের সুবাস
কতদূর আর যায়!
পথিকের মনে পায়নিও স্থান
যখনই সে অন্য গায়।
আসে না ভ্রমর মধুর খোঁজে
এপথ ধরে আজ,
বনেবাদাড়ে বাঘ ও শেয়াল
যখন করছে রাজ।
একদা এক পথিক এসে
তুলিয়া নিলো ঘরে,
সানন্দে সে রাখিয়া দিলো
ফুলদানিতে ভরে।
এমনি করে দিন হতে দিন
ফুলের জীবন কাটে,
নিজের ভুলে পায়নি স্থান
বিস্তৃত কোনো মাঠে।
রচনাকাল: ২৩ অক্টোবর ২০২৪ইং, ১৯:২৯মি. নিতাইনগর-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন