মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সময়ের সমীকরণ

সময়ের সমীকরণ
রফিক উদ্দিন লস্কর 

সময়ের সমীকরণে অবাঞ্চিত কিছু সংলাপ 
প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি,
সংলাপগুলো একান্ত ব্যক্তিগত ও নিজের
এখানে কারও কোনো অধিকার চলেনা।
সুস্থ মস্তিষ্কের কোণে কূটবুদ্ধির যৌথ প্রয়াস,
যেখানে আবদারের কোনো স্বাধীনতা নেই 
আছে বাক্যবাণের প্রবল ঝড় আর তাণ্ডব 
তপ্ত মরুভূমির লু এর মতো প্রতিদিন চলতে থাকে।
বিষয়গুলো তুচ্ছ অথচ অসময়ে জটিল রূপে 
রূপকথার গল্পের মতো প্রবাহিত হয়।
কখনো প্রশান্ত মহাসাগরের মতো যুক্তির হিসেব
আবার কখনো চন্দ্রে পদার্পণ করার মতো সাহস,
প্রতিবেশীর ঘরে চাল, কুড়ো, নুন ও বস্ত্র নেই 
সেই হিসেব কষতে কষতে অনিদ্রায় রাত কাটে।
সহসা একদিন মনে হয় ভিটেমাটি ছাড়া 
আশ্রয় ছাড়া খোলা আকাশের নীচে আর কতোক্ষণ 
নিজেকে জিরিয়ে রাখা যায় একমুঠো সুখের আশায়। 
সুখ! সে তো পরিযায়ী, ইচ্ছের সাথে অনিচ্ছার নিত্য লড়াই
কেউ হারে অথবা কেউ জিতে এইতো! বেশিকিছু নয়,
বোধের অপরিকল্পিত কাজের খতিয়ান বুকপকেটে জমা
জমতে জমতে শ্যাওলার আস্তরণের মতো অথবা...
মাটির নীচে চাপাপড়া কালো কয়লার মতো 
একটা কোমল স্যাঁতসেঁতে হৃদয় একদিন সিসার মতো
আত্মপরিচয়ের ঘোর সংকটে নিরুৎসাহিত নিরুত্তর। 

রচনাকাল- ২২ অক্টোবর ২০২৪ ইং, ১৯:৫৭ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 


কোন মন্তব্য নেই:

ইদ এসেছে

  ইদ এসেছে      রফিক উদ্দিন লস্কর  (নিতাইনগর-হাইলাকান্দি-আসাম) আবির তুহিন উঠছে জেগে  সকাল সকাল আজ, গোসল করে আতর মেখে গায়ে নতুন সাজ। ইদে এসেছ...