বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

জন্মদিনে কিছু চাওয়া

           জন্মদিনে কিছু চাওয়া 
  ।।        রফিক উদ্দিন লস্কর         ।। 
আমাদের ঘরে যমজ তনয় আবির তুহিন,
আজ তাদের জীবন খাতায় তৃতীয় জন্মদিন। 
স্বপ্নের জগতে এরা বাস্তবতার উদাহরণ,
আমাদের জোড়ামানিক সাতরাজার ধন।
কান্নাতে হাসি ফুটিয়েছিলে আমাদের মুখে,
ভুলিয়ে দিলে জগত ভাবনা নিদারুণ সুখে।
ফুটফুটে দুই পুষ্পকলি কতো বড়ো হলো
জীবন রথে সঠিক পথে চলতেও শিখালো।
আজ এই দিনের মানে বলার নেই ভাষা,
কুঁড়েঘরের প্রদীপ তোরা জ্যান্ত সকল আশা।
পাহাড় হতে ঝর্ণা নামে এই পৃথিবীর বুকে,
কতো মানুষ দাঁড়িয়ে দেখে তা মনের সুখে। 
তোরাই পাহাড়, তোরাই ঝর্ণা, তোরাই সব
তোদের কাজে মানুষ যেনো করে অনুভব। 
জন্মদিনে বাবার কলম মিথ্যে লিখেনি কিছু
একদিন যেনো মানুষ ঘুরে তোদের পিছুপিছু। 
ধৈর্য, ন্যায়, সততা যেনো জীবন জুড়ে থাকে, 
মানুষ যেনো তোদেরকে চিরকাল মনে রাখে।
আজ তৃতীয় জন্মদিনে বাবার শেষ শব্দ এই,
সব কথা বাস্তব হলে বাবার সবসুখ তাতেই।  

রচনাকাল: ৪সেপ্টেম্বর ২০২৪ ইং, ২৩:৩১মি. কাটলিছড়া- হাইলাকান্দি।





কোন মন্তব্য নেই:

জন্মদিনে কিছু চাওয়া

           জন্মদিনে কিছু চাওয়া    ।।        রফিক উদ্দিন লস্কর         ।।  আমাদের ঘরে যমজ তনয় আবির তুহিন, আজ তাদের জীবন খাতায় তৃতীয় জন্মদিন। ...