রবিবার, ৪ আগস্ট, ২০২৪

একটা রাত

        নির্ধারিত  এক রাত
      রফিক উদ্দিন লস্কর 
চারদেয়ালের প্রকোষ্ঠে নির্ধারিত এক রাত
এখানে জিরিয়ে নিতে হবে হয়ে এক কাত।
যদিও নেই অশরীরি বা প্রেতাত্মার ডর-ভয়
তবে ভীষণ ভয় লাগে সিগারেটের ধূমোয়।
জানিনা কখন কবে জ্বলেপুড়ে করবে ছাই
বদ্ধ কোঠরি হতে বেরোনোরও পথ নাই।
বাইরে ঝিরিঝিরি বৃষ্টি রিমঝিম কোলাহল 
আমার দু'চোখ ভরা কেবল বিষাদের জল।
সকালের আকাশটা ছিলো ছিমছাম স্বচ্ছতায়
সময়ের সাথে সাথে আকাশও রঙ বদলায়। 
নির্ঘুম থাকতে হবে রাতের শেষ প্রহর অবধি 
কালো মেঘের অস্বস্তিকর পরিবেশ ঘুচেনা যদি।
সব অবসাদ মুছে ফেলে একটা সকাল হোক,
আবার যেনো স্বস্তিতে জমায়েত হয় লোক।

রচনাকাল-৪/০৮/২০২৪ইং, ২৩:০৬ মি. 
হোটেল রাজ- করিমগঞ্জ-আসাম। 


কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...