সোমবার, ৮ জুলাই, ২০২৪

প্রশ্নের আবর্তে

                 প্রশ্নের আবর্তে 
              রফিক উদ্দিন লস্কর 
আজকাল নিজের মাঝে নিজেকে খুব অচেনা লাগে
ব্যস্ত সময়ের ঘূর্ণিপাকে ভাবনাগুলোও সহসা জাগে।

সমস্যার হিমালয়ে নিত্যদিনের সকল হিসেবনিকেশ
কাজের কাজ হয়নি কিছু সমাধানে উন্মাদনার বেশ।

সকাল দুপুর রাতের মতো সময়গুলোও মিশকালো 
বদের সাথে সখ্যতা গড়ে বিন্দুমাত্র নেই আর ভালো। 

সম্পর্কের ট্রেন এখন অসময়ে ছুটে সাইরেন বিহীন
ভুল ট্রেকে পাগলের মতো চলে ঘুরেঘুরে সারাদিন। 

ক্লান্তি অবসাদ জংশনে জমা প্রহরীর মতো খাঁড়া,
শেষ বিকেলে একা ঝাপসা চোখে মাথা দেয় নাড়া।

ঘুমের দেশে সুনামি চলে চোখ দুটো বড়ো বড়ো
স্বপ্নগুলো গুটিয়ে নিয়ে নীরবে মন হয় জড়োসড়ো। 

ঝামেলার বোঝা কাঁধে এগোনো কঠিন অসাড় দেহ
মানুষেরও ভিড়ে নিজেকে মনে হয় ভিনগ্রহের কেহ।

আপনজনের বিষাক্ত ছোবলে রক্তাক্ত কোমল হৃদয় 
সরল জীবন প্রশ্নের আবর্তে তাই সব ভুল মনে হয়।

রচনাকাল: ০৮/০৭/২০২৪ ইংরেজি, ১২:৫৭মি. মথুরা পয়েন্ট- শিলচর। 



কোন মন্তব্য নেই:

জন্মদিনে কিছু চাওয়া

           জন্মদিনে কিছু চাওয়া    ।।        রফিক উদ্দিন লস্কর         ।।  আমাদের ঘরে যমজ তনয় আবির তুহিন, আজ তাদের জীবন খাতায় তৃতীয় জন্মদিন। ...