বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

নারী


.           ~ রফিক উদ্দিন লস্কর ~

নারী তুমি মায়ের জাতি, তুমি আমিনা
খোদার পরে তোমার আসন ,তুমি অনন্যা।
তুমি হলে দ্রৌপদী আর তুমি অহল্যা,,,
তুমি তো সেই খাদিজা আর তুমি কৌশল্যা।
তোমার কাছে রয়েছে যে ভালোবাসার ভাণ্ডার,
তুমি হলে নরপশুর কাম বাসনার শিকার।
নারী তুমি সমাজ গড়ার মূখ্য কারিগর,
তোমার থেকে জন্ম নিলো হাজার হাজার নর।
ধন্য হলো নরকুল তোমার পরশ পেয়ে,
জ্বালিয়ে গেলো বিজয় মশাল তোমার শপথ নিয়ে।
তুমি হলে সতী নারী,তুমি অপরাজিতা
তোমার মাঝে রয়েছে শত সহন ক্ষমতা।
যেথায় আছো যেমন করে তোমায় করি সম্মান,
তুমি হলে এই জগতের শ্রেষ্ঠ উপাদান।।
___________________________________
রচনাকাল -০৮/০৩/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)

উনিশ আমার গর্ব

   উনিশ আমার গর্ব   রফিক উদ্দিন লস্কর  উনিশ আমায় দুচোখ ভরে স্বপ্ন দেখায় রোজ, কেমন আছে করাল গ্রাসে  কে বা রাখে খোঁজ! দশটি ভাইয়ের এক বোন সত্যে...