মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

হিসাব নিকাশ


রফিক উদ্দিন লস্কর
--------------------------------
নিজের নামে ফেরি করি
ঘুরি দেশে দেশে,
দেয়া নেয়া কেমন হলো
হিসেব করি শেষে।

সন্ধে বেলায় বাড়ি ফিরি
পরের দিনের জন্য
আক্রা দরে হচ্ছে বিক্রি
জীবন হলো ধন্য।।
-----------------------------------
নিতাইনগর,হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...