. ।। রফিক উদ্দিন লস্কর ।।
সূর্য বিনে আজ এই বাদল দিনে
কতো পরিচয় হবে, তা কে জানে!
সবুজের ধরা তায় হিমেল হাওয়া,
বৃক্ষ শাখে দোয়েলের গান গাওয়া।
মৃদু পবন সুর লহরে হারিয়ে যায়,
কিছু ধ্বনি, করতালি সময়ে কুড়ায়।
বৃষ্টির ছন্দে মন ময়ূরী পেখম তুলে
নেচে নেচে যায় দিনের ক্লান্তি ভুলে।
তবেই সার্থক আজিকার এই দিন,
স্মৃতির পাতায় চিরদিন হোক রঙিন।
_______________________________
২৮/১০/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন