শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

ভয়

।।     রফিক উদ্দিন লস্কর    ।।
.          ০৫/১০/২০১৮ইং
_____________________________
অদৃশ্যের সেই ভয়ানক কাপালিক!
সে প্রতিরোজই তাড়া করে,
রাতবিরেতেও চুপিচুপি হানা দেয়
পলকে সুখ নিদ্রা যায় সরে,
একদা চিত্তসুখে কাটিত যে বেলা
স্বপ্ন দেখিতাম দু'চোখ ভরে।
_____________________________
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...