শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

ভয়


.                ভয়
।।  রফিক উদ্দিন লস্কর  ।।
.     ০২/১১/২০১৮ইং
ভয় করে যে ভীষণ আমার
সবাই যদি মন্দ বলে,
চাওয়া পাওয়ার ইচ্ছা গুলো
পুষেই রাখি কৌশলে ।

কলম ধরলে হাতটা কাঁপে
ভাবি আপন মনে,
লিখব আজি কোন বিষয়ে
চলবো  কাহার সনে !

ভয়ে ভয়ে সময় পেরোয়
হয়নি কোন কাজ,
লুকিয়ে লুকিয়ে মনটা কাঁদে
সব সময়ে লাজ!

হাজার চেষ্টায় হয়নি কিছু
রয়ে গেলা বাঙালি!
তাইতো লোকে সুযোগ বুঝে
মুখে দেয় চুনকালি।
________________________
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...