ভোটের হাট
রফিক উদ্দিন লস্কর
জুকারবার্গের জমিনে
চলছে ভালো ব্যবসা,
নির্বাচনী প্রচার এখন
লাইক কমেন্টে খাসা।
বিশ্বলোকে দর্শিত যে
নানা রকম ব্যানার,
কি লিখেছেন গুরুজি
বুঝিনি অর্থ তার!
বসে বসে দেখেন বাবু
নিশ্চিত এবার জয়,
বহির্দেশে প্রচার যখন
আছে কিসের ভয়!
দেখে এত বানান প্রমাদ
বাড়িয়ে যায় ক্রোধ,
এমন নেতা দেশ চালাবে
হয়নি এখন বোধ।
০৮/১১/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন