স্মৃতিপথে
রফিক উদ্দিন লস্কর
একরাশ স্মৃতি আছে
হৃদয়ের ডায়েরিতে,
এক বুক ব্যথা নিয়ে
পথচলা বিপরীতে।
চারপাশ ভরে গেছে
জুঁই ফুলের গন্ধ,
ভ্রমরের আনাগোনা
হয়ে গেছে বন্ধ।
দেয়ালে আঁকা ছবি
আঁধারে তার ঠাঁই,
মেঘবতী জোসনায়
খুঁজে নাহি পাই।
স্মৃতিপথে বারেবারে
হয় যার আগমন,
ভাবনার রাজপথে
কে করিবে দমন!
১৮/১২/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন