শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

ভালোই আছি

      রফিক উদ্দিন লস্কর
পুকুর পাড়ে দুলছে হাওয়ায়
গুল্ম বৃন্তে মরিচ,
হেসে হেসে বলছে মাছেরে
জলে কি করিস্।

জলের তলায় থাকবে ক'দিন
ডাঙায় চলে এসো,
আমার মতো পাতার ফাঁকে
চুপটি করে বসো।

জলের ভিতর আঁধার শুধুই
নেইতো আলোর লেশ,
ডাঙায় যদি উঠিয়ে আসতে
লাগতো তোমার বেশ।

তোমার মা যে কেমন ছিলেন
জন্ম দিলেন জলে,
আলো হাওয়ায় জন্ম আমার
সঙ্গে মাটির বলে।

তোদের কতো কষ্ট হয় ভাই
ঝড় বাদলের রাতে,
আমরা থাকি পাতার ফাঁকে
ঘুমিয়ে একই সাথে।

মৃদু হাসির সাথে বলছে মাছ
সব ঠিক আছে ভাই,
তোমার কথার টানলে ইতি
আমি বলতে কিছু চাই।

ভালোই রাখছেন স্রষ্টা যে
তাঁর আপন সৃষ্টিকে,
তুমি মিথ্যে দিচ্ছো অপবাদ
আমার সরল মা'কে।

২৬/০৭/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...