শনিবার, ২৭ জুলাই, ২০১৯

Preposition

               রফিক উদ্দিন লস্কর
যদি পাই কোনওখানে নগর, শহর, দেশ,
এদের আগে in বসিয়ে করবে তুমি বেশ।
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।
প্রভাতকালে, দুপুরবেলা, গোধূলি আর রাত,
এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।
সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিবাংশে in না বসালে কিন্তু ভুল হবে তখন।.
festival আর নম্বরে at, with বস্তুর বেলায়,
আনন্দ ও ফুর্তিতে preposition শিখা যায়।
person ও পাশে বুঝাতে by, কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসলে ভুল হয় যার।
ছোট হলে at,  বড় হলে in, তা কখন হয় ?
এই পার্থক্য না বুঝলে যে মনে থাকবে ভয়।
বাহির থেকে ভিতরে into করবে ব্যবহার,
ভিতর থেকে বাহিরে হয় out of কিন্তু যার।
লেগে থাকলে on হয়, নইলে হয় above,
since, for বুঝ না, তবে কেন নাও ভাব ?
শুরু থেকে বুঝাতে since, নইলে হয় for,
আশা করি বুঝতে পারছেন সকল বন্ধুবর।
গতি বুঝাতে over, আর নিচে হয় under,
preposition বিষয় আসলে খুবই মজার।
স্তর কিংবা মাত্রা বুঝাতে হয় যে below,
preposition শিখতে পারলে হয় খুব ভালো।
On- এ গিয়ে গতি হলে, তা শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয় আর দিক বুঝাতে to.
বাধা থাকলে ভিতর দিয়ে যেতে হয় through,
নির্দ্বিধায় যেতে এপাশ ওপাশে  across হয় ব্র।

২৭/০৭/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...