সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ওরা পারবে

    রফিক উদ্দিন লস্কর

আজকের যতো ছোট্ট শিশু
ওরাই দেশের নাগরিক,
তাদের মাঝে লুকিয়ে আছে
কবি, শিল্পী,বৈজ্ঞানিক।

আজকে যারা ফুলের কলি
কালকে হবে ফুল,
সুবাস বিলিয়ে বদলে দেবে
এই সমাজের ভুল।

পথ দেখাতে এগিয়ে আসুন
একটু সজাগ যারা,
সঠিক পথের পথিক সেজে
যাত্রা করবে তারা।

ওদের দ্বারা গড়বে একদিন
একটি সুষ্ঠ সমাজ,
তারা জয় করিবে সবার মন
বিনিময়ে শুভকাজ।

সত্যের সেনা উঠবে আবার
করতে ভুবন জয়,
ওরা কর্ম দিয়ে রেখে যাবে
অল্প কিছু পরিচয়। 

২৯/০৭/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...