মঙ্গলবার, ১৮ মে, ২০২১

বরাক নদীর জলে

.      বরাক নদীর জলে 
.     রফিক উদ্দিন লস্কর 
বরাক পারের ঐ দশটি ভাই
ডাকছে আজও রোজ,
প্রিয় বোনটা কোথায় আছে 
পায়নি যে তার খোঁজ।

সকালবেলা বেরিয়ে গেছে 
ফুল কুড়াতে কাননে, 
শিশিরভেজা পাপড়ি দেখে
হাসির রাশি আননে।

হরেক রকম ফুলের শোভায়
করছে পথের ভুল,
আড়াল থেকে বোলতা এসে
পায়েতে ফুটায় হুল।

বিষের জ্বালা যে বিষম অতি
সহ্য করাটা ও  দায়,
কোথায় তোমরা দশটি  ভাই 
রক্ষা কর আমায়। 

আজ মা বলেছেন তাড়াতাড়ি 
আসতে ফিরে বাড়ি,
চারপাশটা ঘেরা কত  হানাদার
আর রাস্তা ভরা গাড়ি।

মায়ের জন্য এসেছি আজ 
অদমনীয়  মনোবলে
ফুল বোঝাই নৌকা ভাসে
বরাক নদীর জলে। 
_______________________
১৮মে ২০২১ইং, নিতাইনগর-হাইলাকান্দি-আসাম

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...