১
গরীবের আর্তনাদ
রফিক উদ্দিন লস্কর
আমরা হলাম ভীষণ গরীব
আমরা থাকি জঙ্গলে,
টাকারকুমিরেরা স্বপ্ন দেখে
ঘর বানাতে মঙ্গলে।
নুন আনতে যে পান্তা ফুরায়
দুঃখে কাটে দিন,
গরীব লোকের আপন নেই
সবাই ভাবে হীন।
লকডাউনের দিনগুলো যে
কাটছে কেমন করে,
সেই খবরটা আজও কেও
নেয়নি এসে ঘরে।
সবদিক থেকে পড়ছে চাপ
আমার উপর আজ
ভাত কাপড়ের জন্য শুধু
খুঁজি একটা কাজ।
রাস্তাঘাটে বেরিয়ে পড়লে
থানা পুলিশের ভয়,
কোথায় যাব কেনো যাব
জবাব দিতে হয়।
গামচা বেঁধে পেটের মাঝে
দাঁত কামড়িয়ে ধরি,
আর পারিনা সইতে আমি
ক্ষুধার জ্বালায় মরি।
______________________
২
দীর্ঘশ্বাস
রফিক উদ্দিন লস্কর
বুকের মাঝে গোপন ঘরে
জমা রাখা দীর্ঘশ্বাস,
সুখগুলো সব সরে গেছে
দুঃখ করে বসবাস।
সুখগুলো যে উড়াল পাখি
দেয়না মোটেই ধরা,
মন জমিনে হয়নি ফসল
বারোমাস তার খরা।
যখন দলবেঁধে দুঃখগুলো
সুখের বাড়ি দেয়া হানা,
সুখগুলো তখন কষ্ট নিয়ে
ছাড়ে নিজের সীমানা।
জীবন জোড়া যে স্বপ্ন ছিল
ভাসতে সুখের সাগরে,
থাকতে বেলা পাল উড়িয়ে
ফিরবে নিজের ঘরে।
________________________
৩.
ঝুটঝামেলা
রফিক উদ্দিন লস্কর
চারপাশে তাকিয়ে দেখি
ঝুট-ঝামেলা বেশ,
নীরব রাতের অত্যাচারে
কোমল হৃদয় শেষ।
ভালোমন্দ হয়নি বিচার
গায়ে যখন জোর,
সত্য তখন হোঁচট খেয়ে
কেঁদে চলে বহুদূর ।
স্বার্থান্বেষী মানুষের দল
বিবাদ পাকায় বেশ,
সহজ সরল লোকগুলো
তারই মাঝে শেষ।
_______________________
৪.
পাষাণ হৃদয়
রফিক উদ্দিন লস্কর
সকালবেলা সেদিন দেখি
উড়ছে একটা পাখি,
বুকের মাঝে রক্তের দাগ
অশ্রুসিক্ত আঁখি।
পাষাণ ব্যাধের তীরটা তার
বুকের মাঝে পড়ে,
তাই জ্ঞান হারিয়ে দিগ্বিদিক
এমনি করে ওড়ে।
লোভের কাছে যে পদানত
সে কি ভালো হয়?
পাখি ব্যাধকে সে প্রশ্ন রাখে
ভয়কে করে জয়।
________________________
০৯ জুন ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন