কোরবানি
রফিক উদ্দিন লস্কর
শ্রাবণের বৃষ্টির ধারা
ধুয়ে মুছে যাক সারা
মানুষের মনে জমা যতই গ্লানি।
সুস্থ হোক এই ধরা
কাটুক পাপের খরা
মনের পশুকে দিয়ে কোরবানি।
নিপাত যাক্ বিদ্বেষ
হিংসার সকল লেশ
ত্যাগে সাম্যকে ফিরায়ে আনি।
সকলের ভালো চাই
অশোভের স্থান নাই
জাগুক বিশ্ব ঐক্যের সুত টানি।
২১জুলাই, ২০২১ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন