. একটা অস্বাভাবিক মৃত্যু
. রফিক উদ্দিন লস্কর
হোয়াসটসঅ্যাপ থেকে আননোন নম্বরের
একটা ম্যাসেজ.... শুরুটা এমন
সন্দেহ আর মিথ্যে অভিযোগের বিরাট গল্প।
জানাশোনা নেই, তবুও আমি দোষ করেছি
আকাশ হতে পেড়ে সমস্ত দোষ নিজের কাঁধে।
সেদিন প্রতিবাদ করেও কোন লাভ হয়নি...
আত্মবিশ্বাস যখন প্রবল প্রকট রূপ ধারণ করে
নিজের বিবেক নিজের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।
ধীরে ধীরে সময় আর অধ্যায়ের পটপরিবর্তন
একসময় বাঘে গোরুতে একঘাটে জল খাওয়া।
দোষী! হ্যাঁ আমি দোষী, আজ চিৎকার করে বলি
সেদিন ইগনোর না করাটাই আমার মস্ত ভুল,
সেই ভুলের খেসারত দিতে দিতে আজ আমি
অনেকটা দূর্বল, বাকশক্তি রহিত অচল অসাড়,
আর একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য প্রস্তুত।
এই পৃথিবীর সবাইকে জানাতে চাই আমি মুক্তকণ্ঠে
সন্দেহকারী, অবিশ্বাসীকে হুট করে বিশ্বাস করাটা
কতটা মারাত্মক ভুল শুধু ভুক্তভোগীরাই জানে।
০৯ আগস্ট ২০২১ ইং।
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন