রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

গুরুজনের জন্য সব

.      গুরুজনের জন্য সব
.      রফিক উদ্দিন লস্কর 
আমার প্রথম শিক্ষক ছিলেন 
জন্মদাত্রী জননী, 
তিনিই ছিলেন সকল জ্ঞানের 
অমূল্য এক খনি।

মুখে যেদিন একটি শব্দ প্রথম 
অস্ফুটভাবে ফোটে, 
আর মহানন্দে মায়ের চোখে
অশ্রু সেদিন ছুটে। 

ছয়বছরে বাবার হাতটি ধরে
প্রথম স্কুলে যাওয়া,
নতুন জায়গা নতুন পরিবেশ
ছিলনা খাপখাওয়া।

বাবা-মায়ের পরে যাকে স্থান
দিয়েছে প্রভুর বানী,
নিঃসন্দেহে তিনি যে শিক্ষক 
আমরা সবাই জানি।

যাদের স্নেহ শ্রমের বিনিময়ে 
জ্ঞানের সাথে বসবাস,
নইলে আজ কোন অন্ধকূপে 
ঘটতো আমার সর্বনাশ। 

যখন জীবনের চারিদিকেতে
ছিলো হতাশার ছাপ,
বিধাতার দেওয়া সেরা উপহার 
শিক্ষকদের আবির্ভাব। 

জীবনে আগবাড়িয়ে যাওয়ার 
মন্ত্র জীবন পাতায়,
যারাই দিলেন লিখিয়ে খাতায় 
স্মরণ করি সশ্রদ্ধায়।

ছিলেন যারা চিন্তা ও চেতনায় 
সবসময়ে সৃজনশীল, 
তারাই হলেন আমার পরম গুরু
প্রজ্ঞা ছিলো সাবলীল। 

স্বপ্ন গড়ার কারিগর চিন্তার দূত
অকৃপণতার উদাহরণ, 
ওরাই দিয়েছে এক সুস্থসমাজ
কাটায়ে জীবনের ক্ষণ।

নিষ্ঠা,সততার সাথে প্রজ্ঞার বহর
বিলিয়েছেন যারা,
তাদের জন্য আজ এইদিনটাতে
খুশিতে আত্মহারা। 

৫ সেপ্টেম্বর ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...