একটি রবিবার
রফিক উদ্দিন লস্কর
স্বপ্নের সীমারেখায় এ একটি রবিবার
যেথা রয়েছে কষ্ট ধৈর্য সততার সম্ভার।
আগামীর চলারপথকে করতে সংস্কার
খামতিও নেই যেথা কোনরকম চেষ্টার।
সময়ের কাছে বন্ধক সকল প্রয়োজন
অনিদ্রায় কেটেছে হয়তো অনেকক্ষণ।
ত্যাগ, তিতিক্ষা আর ভাগ্যের আকাশ
জমানো স্বপ্ন সাথে আশার বহিঃপ্রকাশ।
এইদিনটাতে ফুটুক হাসি সকলের মুখে
নতুন সমাজ গড়িয়ে উঠুক মনের সুখে।
সকলের প্রতি রহিল দোয়া, আশীর্বাদ
শ্রমের বিনিময়ে আসুক কর্মের স্বাদ।।
৩০ অক্টোবর, ২০২১ইং
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন