. মন পাখি
. রফিক উদ্দিন লস্কর
আদর করে একটি পাখি
রাখছি মনের খাঁচায়,
সকাল সন্ধে কাঁদছে শুধু
মুক্তি পাওয়ার আশায়।
বনের পাখি বলছি তোরে
একটি কথা শোন,
মনের মাঝে আছে আমার
সবুজ বনের গুণ।
তোর ইচ্ছে হলে ঘুরে বেড়া
মনের আসমানে,
তোরে আমি ঠাঁই দিয়েছি
বুকের মাঝখানে।
তুই বিহনে একটাও ক্ষণ
কেমনে থাকি বল,
তোর জন্য যে বেঁচে আছি
মুছে আঁখি জল।
ও পাখি তোর প্রেমে পড়ে
সব হারিয়েছি আমি
তোকে কতো ভালোবাসি
জানে অন্তর্যামী।
যেদিন পাখি ছেড়ে যাবে
আমায় ফাঁকি দিয়ে
তোর কারণে ভিনদেশেতে
ঘুরবো দুঃখ নিয়ে।
০১/০১/২০২২ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন