অপূর্ণতার গল্প
রফিক উদ্দিন লস্কর
রঙিন স্বপ্নগুলো হাবুডুবু খায় বিষণ্ণ দিনের অববাহিকায়
আর অধিকার! সে তো কবেই চিতায় পুড়ে বিলীন গঙ্গায়।
এলোমেলো জীবনে ঘুমগুলো যে বড্ড বেশি নুনতা গরল
নিকোটিনের কাছে জীবন বন্ধক রাখা মিলছে প্রতিফল।
মনের গভীরে ক্ষত জীবনটা যেন এক অভিমানী দীর্ঘশ্বাস
জেগে জেগে পাহারা দেই নিশুতি রাতে পাহাড়ি বুনো হাঁস।
জীবনের গোল চক্করে বারবার ফিরে আসা একই রাস্তায়
অপ্রাপ্তির দুঃখ, অনুতাপ শুধু মনের ভিতরে ঘৃণা জন্মায়।
নিষিদ্ধ বায়স্কোপের জীবন ধার করে বেঁচে থাকা নিরালা
অপূর্ণতার গল্প আহত করুণ হৃদয়ে বাড়ায় দ্বিগুণ জ্বালা।
রচনাকাল- ১১/০১/২০২২ইং,
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন