অসুস্থ বিবেক
রফিক উদ্দিন লস্কর
যখন সুস্থ বিবেক চলে যায়
মনের ভেতর হতে,
তখন মানুষ যে হয় অমানুষ
চলে ভেজাল পথে।
ভালো মন্দের বিচারও নেই
গায়ের জোরে শাসন,
লোক জমায়েও দিতে পারে
মিথ্যে চওড়া ভাষণ।
লোভের জিহ্বা লকলকিয়ে
করতে পারে কাজ,
অন্তরে তার হিংসার পাহাড়
মুখোশ পরা সাজ।
সমাজটা যায় যাক রসাতলে
কি'বা ক্ষতি তাতে!
আমারই চাই সবকিছু হোক
সকাল সন্ধ্যা রাতে।
বিশ্বজোড়া খ্যাতির সোপান
গড়তে আমি চাই,
আমি হলাম সেই মস্তপুরুষ
তুলনা কারও নাই।
রচনাকাল- ০৬/০১/২০২২ইং,
নিতাইনগর-হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন