মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বেকারত্ব

.         বেকারত্ব 
.  রফিক উদ্দিন লস্কর 

একটা যুবক চিন্তা নিয়ে 
সময় করে পার,
পড়াশোনাও শেষ হয়েছে 
বর্তমানে বেকার। 

বাবার হোটেলে খায় দায় 
লজ্জা ভরা মুখ, 
একটা চাকরি হয়ে গেলে 
ঘুচবে সকল দুখ।

অনেক আশা নিয়ে তখন 
পাশ করেছে এম,এ
ভালো একটা চাকরি হলে
আঁধার যাবে থেমে। 

চাকরির খবর বেরুলে সে
সবার আগে ছুটে,
নিশ্চিত এবার পাশ করবে
ভাগ্যে যদি জুটে।

এমনি করে ছুটতে ছুটতে 
ত্রিশ করেছে পার,
চাকরি বাকরি কিছুই নেই 
মাথা হয়েছে ভার।

যে বেকারত্বের অভিশাপে
সে বুঝে তার কষ্ট,
আশায় আশায় জীবনটা
হয় যখনই নষ্ট। 

রচনাকাল: ১১/০৪/২০২৩ইং, ২২:১৪ মি., কাটলিছড়া-হাইলাকান্দি(আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...