. ভীষণ গরম
রফিক উদ্দিন লস্কর
ঘরের মাঝে ভীষণ গরম
গেলাম ঘরের বাইরে,
সেইখানেতেও গিয়ে দেখি
কোনো আরাম নাইরে।
গ্রাম শহরের একই হালত
গরম এখন চরম ,
প্রকৃতিতেও বিরূপ প্রভাব
গাছপালা যে কম।
মাথা গরম গরমের রাতে
কারেন্ট যখন যায়,
হাতপাখাও হারিয়ে গেছে
আধুনিকতার ছোঁয়ায়।
ফ্যান এসি বা এয়ারকুলার
থাকলে গরম টাকার,
শীত গরমও পায় বুঝি ভাই
অর্থের কাছে হার!
এই গরমের বেহাল দশায়
ঝরছে গায়ের ঘাম,
দিনদিনও ভাই হচ্ছে গরম
জিনিসপত্রের দাম।
সবার মুখে একই কথা
ভীষণ গরম পড়ছে,
গরম গরম হাওয়া খেয়ে
শীতের মাও মরছে।
রচনাকাল: ১৬/০৪/২০২৩ইং, ১:৪৮ মি., কাটলিছড়া-হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন