শুক্রবার, ৫ মে, ২০২৩

একটা প্রশ্ন

.         একটা প্রশ্ন 
   রফিক উদ্দিন লস্কর 

যাদের নিয়ে হাসতে তুমি
করতে তাদের হেলা, 
এখন তোমার তাদের ঘাটে 
কাটে সকল বেলা।

অহংকারে যার চলতো পা
চোখের নজর বাঁকা,
মুখ ফুলিয়েও বলতে কথা
দেদার আছে টাকা।

তোমার সমাজ এমন ছিলো 
সবার থেকে ভিন্ন,
নিজেকে ভাবতে লাট সাহেব 
আচরণে তার চিহ্ন।

মানুষকে তো ভাবোনি মানুষ 
তুমিই একা মহান,
আজ অমানুষের ভিড়ে কেনো
হলো তোমার স্থান?

রচনাকাল: ০৫/০৫/২০২৩ইং, ২২:৩৭ মি. (কাটলিছড়া- হাইলাকান্দি) 




কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...