. একটা প্রশ্ন
রফিক উদ্দিন লস্কর
যাদের নিয়ে হাসতে তুমি
করতে তাদের হেলা,
এখন তোমার তাদের ঘাটে
কাটে সকল বেলা।
অহংকারে যার চলতো পা
চোখের নজর বাঁকা,
মুখ ফুলিয়েও বলতে কথা
দেদার আছে টাকা।
তোমার সমাজ এমন ছিলো
সবার থেকে ভিন্ন,
নিজেকে ভাবতে লাট সাহেব
আচরণে তার চিহ্ন।
মানুষকে তো ভাবোনি মানুষ
তুমিই একা মহান,
আজ অমানুষের ভিড়ে কেনো
হলো তোমার স্থান?
রচনাকাল: ০৫/০৫/২০২৩ইং, ২২:৩৭ মি. (কাটলিছড়া- হাইলাকান্দি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন