আমার মা
রফিক উদ্দিন লস্কর
কেমন আছো কবর দেশে
আমার জন্মদাত্রী মা,
তোমায় ছাড়া বুকের মাঝে
ব্যথার পাহাড় জমা।
মনে পড়ে না তোমার কথা
নেই এমন কোন দিন,
হয়নি সুযোগ শোধ করতে
তোমার দেওয়া ঋণ।
তোমার খোকন একা এখন
ঝরায় চোখের জল,
নীরব রাতের আঁধার এখন
যার একমাত্র সম্বল।
মাগো তোমার আদর স্নেহ
তোমার সকল আশা,
সবটুকু আজ হাতড়ে মরে
কোথায় ভালোবাসা?
তুমি ছিন্ন করে নাড়ির টান
আজ আছো কবর দেশে,
তোমার খোকার স্বপ্নগুলো
উড়ে মেঘে ভেসে ভেসে ।
মাগো তুমি ভালো থেকো
রোজ রাখি প্রার্থনায়,
মা, শেষ দিবসে হাসি মুখে
দেখতে খোকা চায়।
রচনাকাল- ১৪/০৫/২০২৩ ইং, ২০:১০ মি. হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন