মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

তোমাকেই জানতে

           তোমাকেই জানতে
          রফিক উদ্দিন লস্কর 
আমি তোমাকেই ভালো করে জানতে,
ছুটেছি পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
মিথ্যের সাগরপারে বসতবাড়ি তোমার
লোনাজলে ঢেউ তুলে করো অহংকার।
তোমার মুখের বাক্যবাণে হৃদয় বিদীর্ণ 
হেঁটে হেঁটে দেহ আমার হলো জীর্ণশীর্ণ। 
তোমার সকল প্রতিশ্রুতি ভুলপথে হাঁটে,
পরিণামে অপমানিত জীবন ঘাটেঘাটে। 
নীল আকাশে কখন কখনো ধ্রবতারায় 
তোমার ছবি উঁকি দেয় ঘোর তমসায়।
তোমাকে জানতে গিয়ে জানলাম বেশ!
এ জীবন কেমনে হয় তিলে তিলে শেষ। 

রচনাকাল- ১৬/০৫/২০২৩ ইং, ০০:০২ মি.,  নিতাইনগর -হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...