তোমাকেই জানতে
রফিক উদ্দিন লস্কর
আমি তোমাকেই ভালো করে জানতে,
ছুটেছি পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
মিথ্যের সাগরপারে বসতবাড়ি তোমার
লোনাজলে ঢেউ তুলে করো অহংকার।
তোমার মুখের বাক্যবাণে হৃদয় বিদীর্ণ
হেঁটে হেঁটে দেহ আমার হলো জীর্ণশীর্ণ।
তোমার সকল প্রতিশ্রুতি ভুলপথে হাঁটে,
পরিণামে অপমানিত জীবন ঘাটেঘাটে।
নীল আকাশে কখন কখনো ধ্রবতারায়
তোমার ছবি উঁকি দেয় ঘোর তমসায়।
তোমাকে জানতে গিয়ে জানলাম বেশ!
এ জীবন কেমনে হয় তিলে তিলে শেষ।
রচনাকাল- ১৬/০৫/২০২৩ ইং, ০০:০২ মি., নিতাইনগর -হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন