ভাইরাস
রফিক উদ্দিন লস্কর
নিজেকে ভাবি মহাজ্ঞানী
সবখানে দেই জ্ঞান,
সমালোচনা করাই হলো
নিত্য দিনের ধ্যান।
আমি হলাম স্বশিক্ষিত
জ্ঞানের সীমা বেশ,
জ্ঞান দিয়ে বদলে দেবো
অজ্ঞানেরই দেশ।
আমি হলাম গপ্পোবাজ
গল্প দেওয়া কাজ,
ভুলকে আমি শুদ্ধ বলি
শুদ্ধতে পাই লাজ।
আমার কথায় অনড় আমি
আমি জানি সব,
তোমরা আর কি'বা জানো!
তোমরা তো গর্দভ।
এমন ভাবের অনেক মানুষ
এই সমাজে থাকে,
সে সময় সময় রূপ বদলে
লুকিয়ে তারে রাখে।
এমন লোককে সুস্থসমাজ
এড়িয়ে চলতে হয়,
বিষিয়ে তোলা সমাজটাকে
করতে হবে জয়।
রচনাকাল- ১৮ জুন ২০২৩ইং ১২:৪০, কাটলিছড়া(হাইলাকান্দি-আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন