নারী ও পুরুষ
রফিক উদ্দিন লস্কর
নারী পুরুষ বিধাতার এক অপূর্ব সৃষ্টি
তারতম্য খুঁজে পাবে যদি দাও দৃষ্টি।
রাঁধুনি কিংবা নার্সে পুরুষ কি মানায়?
এমনটা হলে সমাজ আড়চোখে চায়।
ট্রেন, বাস, কলেজ বা ভর্তি বিজ্ঞাপন,
মেয়েদের জন্য তাতে আছে সংরক্ষণ।
চাকুরে ছেলেটা বেকার মেয়ের সাথে,
বিয়ে করে সংসারী আছে দিনে রাতে।
চাকুরে মেয়েটার রয়েছে স্বপ্ন হাজার,
বেকার ছেলেকে বিয়ে মানায় কি তার?
মেয়েদের বিয়ে হয়, বিয়ে করে পুরুষ
মেয়েটা বিয়ে করলে মা বাবার দোষ!
বাস-ট্রেনে, হাটে-ঘাটে মেয়েদেরই ভয়,
দানব রূপী পুরুষেরা যদি তাতে রয়।
পথ চলে একাকী পুরুষ ফুলায়ে বুক,
একাকিনী মেয়ে হলে হায়নার চোখ।
আইন যদিও বেশি মেয়েদের পক্ষে,
সবকিছুই মিথ্যে লাগে ধর্ষকের চক্ষে।
পুরুষ মন্দ মেয়ে ভালো এমনটা নয়
বাবার বিশাল বুকে মেয়েদের আশ্রয়।
রচনাকাল- ২৭ জুলাই ২০২৩ ইং, ১৩:১৮মি.
(কাটলিছড়া-হাইলাকান্দি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন