মাতম
রফিক উদ্দিন লস্কর
আজ মাতম ১০ই মহরম
ঢোল কাড়া বাজে,
গণ্ডমূর্খ ও বেদাতের দল
আজ ভিন্ন সাজে।
বেরিয়েছে সকাল সকাল
তলোয়ার লাটি হাতে,
উদ্দাম নাচে উল্লাস করে
ডিজে সাউন্ডও সাথে।
গ্রাম হতে চলে শহরমুখো
রক্ত যে হয়েছে গরম,
ধর্মের নামে যত্তো অধর্ম
মোটেই পায়নি শরম।
শোকের দিনে হৈ-হুল্লোড়
আজকের দিন মানে?
যতই বলো ভালো নয় তা
এসব তার যায়না কানে।
রচনাকাল:২৯ জুলাই ২০২৩ইং, ১১:৫৮মি (কাটলিছড়া-হাইলাকান্দি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন