ওলট-পালট
রফিক উদ্দিন লস্কর
উত্তর দিকটা দক্ষিণ হলো
দক্ষিণ গেলো উত্তরে,
পূর্ব দিকটাও পশ্চিম হবে
আজ নাহয় কাল পরে!
মাথার ঘিলু মাথার মাঝে
ভনভনিয়ে ঘুরছে রোজ,
দিকগুলোও পাল্টা মারে
কে বা রাখে তার খোঁজ।
বিবেক বুদ্ধি গুমরে কাঁদে
বোকার কাণ্ড কারবারে,
কোন সে তত্ত্বের ফর্মুলাতে
দিক পাল্টাতে সে পারে।
ইচ্ছে করে পালিয়ে যেতে
আকাশ পাতাল ছাড়িয়ে,
যেথা আমায় এলিয়েনেরা
ডাকছে দু'হাত বাড়িয়ে।
রচনাকাল- ১৪আগস্ট ২০২৩ইং, ০৮:৫০মি,
কাটলিছড়া-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন