স্বাধীনতা
রফিক উদ্দিন লস্কর
স্বাধীনতা মানে আমার দাসত্বের যবনিকা
স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশ,
স্বাধীনতা আমার শোণিত ধারার প্রতিদান
অনাথ বিধবার ক্রন্দন আর হাহুতাশ।
স্বাধীনতা মানে ধবলগিরির উজ্জ্বল শিখা
হিমঘরে সকল বিতর্কের অবসান,
স্বাধীনতা মানে দুর্বোধ্য কালের চুম্বন প্রহর
নিরপেক্ষতায় সকলের সহাবস্থান।
রচনাকাল- ১৫আগস্ট ২০২৩ইং, ২০:৪০ মি.
(কাটলিছড়া-হাইলাকান্দি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন