স্বভাবদোষ
রফিক উদ্দিন লস্কর
পরের দোষটা খোঁজার আগে
নিজের দোষটা খোঁজো,
অন্যের ভুলটাও বুঝার আগে
নিজের ভুলটা বুঝো।
কায়েম করতে নিজের আসন
ঠেলাঠেলি জীবনভর,
আজ জাতির জন্য মহাসংকট
ছিন্নভিন্ন করছো ঘর।
গুরুর উপরে যে কামান দাগো
কেমন তুমি ছাত্র!?
তাই স্বভাবদোষে সবখানেতে
হচ্ছো হাসির পাত্র।
জোর করে যে যায়না পাওয়া
নিজেই বড়ো, স্বীকৃতি
সমাজ ভালো কাজে সঙ্গ দেয়
মিলে সবার প্রেমপ্রীতি।
যদি শালীন থাকে মুখের ভাষা
শ্রদ্ধা জন্মে সব-মনে,
আর কটুবাক্যের মহাজনকেও
ঘৃণা করে লোকজনে।
রচনাকাল: ১০/০৪/২০২৩ ইং, ২০:৫৩মি., কাটলিছড়া-হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন