বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

মান অভিমান

.                  মান অভিমান
.            রফিক উদ্দিন লস্কর 
__________________________________
চলো না আগামীর দিকে এগিয়ে যাই
যেথা রঙিন প্রজাপতি ডানা মেলে ওড়ে,
নীল গগনের শেষ সীমানা ছেড়ে দেখি
ফেলা আসা অতীত স্মৃতির টনক নড়ে। 

আশা ভালোবাসা যখন হামাগুড়ি দেয়
চলার পথে যখন কাঁটা হয়ে দাঁড়ায়,
বিবাগী মন তার বারান্দায় হোঁচট খেয়ে
লজ্জা ভরে অভিমানী হাত বাড়ায়। 
__________________________________
রচনাকাল- ২৮ সেপ্টেম্বর২০২৩ ইং, ২২:৫০ মি. (হোটেল বরাক- সাহবাদ-হাইলাকান্দি)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...