. ফুলের কান্না
রফিক উদ্দিন লস্কর
ফুল ফুটেছে সকাল বেলা
লাগলো দোলা মনে,
খোকা খুকি ফুল কুড়াতে
ছুটছে কাশের বনে।
শরৎ এলো শিশির নিয়ে
হিমেল হাওয়া বয়,
ফুলে ফুলে ভোমরা ছুটে
মনের কথা কয়।
খুশির পবন ফুলের মনে
স্বপ্ন দেখা রোজ,
কোথায় আজ প্রাণের সখি
করছে তার খোঁজ।
দুপুর বেলা রবির কিরণ
লাগে যখন গায়,
ফুলগুলো সব কান্না করে
পাপড়ি ঝরে যায়।
রচনাকাল-২৯ সেপ্টেম্বর ২০২৩ইং,১৬:৪০ মি. হাইলাকান্দি-আসাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন