অন্যায় অবিচার
রফিক উদ্দিন লস্কর
একটি শিশু বছর আটের
আছে পেতে হাত,
কাছে এসে বললো কেঁদে
খাইনি তিন রাত।
বিশ্বাস করুন এটা আমার
মোটেই নয় শিক্ষা,
অনাহারে আর বাঁচি ক'দিন
তাই চাওয়া এ ভিক্ষা।
সেই শিশুকে করছে তাড়া
কিছু বড়ো লোক,
তাদের বুঝি পায়না কখন
মোটা পেটে ভুখ?
কেঁদে কেঁদে চোখের জলে
ছুটছে পেটের খিদায়,
এ দুনিয়া থেকে কখন হবে
অরাজকতার বিদায়?
ধনীরা আরও ধনের পিছে
উঠে পড়ে আছে ,
গরীবের প্রতি সহানুভূতি
সে মনে কী বাঁচে?
রচনাকাল:- ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং, ২০:৩৬ মি. ফুড জোন, সাহাবাদ বাইপাস (হাইলাকান্দি- আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন