রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

তুমি আসবে তো!?

তুমি আসবে তো!?
    রফিক উদ্দিন লস্কর 

আমি কতো দিন, কতো প্রহর বসে বসে গুনছি
তুমি তো আসার কথা ছিলো এক স্বর্ণালি সন্ধ্যায়। 
বাড়ির সামনের রাস্তায় সবুজ গালিচা আর মকমল
রজনীগন্ধার নির্যাস মাখা কিছু ধবধবে মিহি কাপড়।
তোমাকে শুভেচ্ছা জানাতে মনের সুপ্ত ইচ্ছেগুলো 
চণ্ডীদাসের নীরব অপেক্ষার মতো অপেক্ষা করে। 
সোনালি সূর্যাস্তের লগনে তোমাকে খুঁজে আনার জন্য 
আমি পাঠিয়েছি একজোড়া মায়াবী খয়েরি রঙের পাখি, 
সন্ধ্যা ঘনিয়ে এলো,ঘন কুয়াশার অন্তরে ওরা পথহারা 
ব্যর্থতার চাদরে নিজেকে আড়াল করে ফিরে এলো।
তুমি হয়তো কোনো ব্যস্ত নগরীর মাঝে নিজের কাজে
তুমি তো কথা দিয়েছিলে, তুমি আমি দুজনে মিলে 
ভালোবাসার মিনারে চড়ে একসাথে সূর্যাস্ত দেখবো...।
আমি সেই প্রত্যাশা নিয়ে বিরহী জংশনে অপেক্ষায় আছি,
আর অপেক্ষায় থাকবো জীবনের শেষ সূর্যাস্ত অবধি 
তুমি আসবে তো!?
রচনাকাল- ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, ২০:২২মি. কাটলিছড়া-হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...