শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

একমুঠো স্বপ্ন

       একমুঠো স্বপ্ন 
  রফিক উদ্দিন লস্কর 

ইচ্ছে করে আকাশ দেশে 
থাকতে হাজার বছর,
চাঁদ তারার ঐ মিলন হাটে 
বাঁধতে সুখের ঘর।

এ পৃথিবীর ঝুটঝামেলায়
বৃথা সময় নষ্ট, 
সরল মনের মানুষগুলো 
পায় কেনো কষ্ট?

মেঘের বুকে মাথা রেখে 
মনের কথা বলবো,
হাওয়ায় উড়ে দিগ্বিদিকে
নেচে নেচে চলবো।

রঙিন ঘুড়ি ওড়বে যখন 
মেঘের ফাঁকে ফাঁকে, 
সুতোয় ধরে সাবধানেতে
আনবো কাছে তাকে। 

রচনাকাল: ২১ অক্টোবর ২০২৩ইং, ০২:৪৪ মি, কাটলিছড়া- হাইলাকান্দি। 


 


কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...