একমুঠো স্বপ্ন
রফিক উদ্দিন লস্কর
ইচ্ছে করে আকাশ দেশে
থাকতে হাজার বছর,
চাঁদ তারার ঐ মিলন হাটে
বাঁধতে সুখের ঘর।
এ পৃথিবীর ঝুটঝামেলায়
বৃথা সময় নষ্ট,
সরল মনের মানুষগুলো
পায় কেনো কষ্ট?
মেঘের বুকে মাথা রেখে
মনের কথা বলবো,
হাওয়ায় উড়ে দিগ্বিদিকে
নেচে নেচে চলবো।
রঙিন ঘুড়ি ওড়বে যখন
মেঘের ফাঁকে ফাঁকে,
সুতোয় ধরে সাবধানেতে
আনবো কাছে তাকে।
রচনাকাল: ২১ অক্টোবর ২০২৩ইং, ০২:৪৪ মি, কাটলিছড়া- হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন