ব্যবহারে পরিচয়
রফিক উদ্দিন লস্কর
কিছু মানুষ রোজই ভাবে
অনেক সে ধীমান,
মিথ্যে কথার ধনুক দিয়ে
ছুঁড়ে বিশাল বাণ।
জ্ঞানের বহর পিঠে নিয়ে
টগবগিয়ে চলে,
যখনই যা মুখে আসে
নির্বিচারে বলে।
দাম্ভিকতার পাহাড় চূড়া
মনের মাঝে তার,
যার কারণে হোঁচট খায়
শালীন ব্যবহার।
সর্বক্ষণ যে মনের মাঝে
পুষে রাখে জেদ,
তার কাছে নেই বালাই
উঁচু নীচু ভেদ।
স্বরে জোরে করতে চায়
সবকিছু সে জয়,
বুঝেনি হাঁদা দিচ্ছে তার
আসল পরিচয়।
রচনাকাল: ০৫ অক্টোবর ২০২৩ ইং, ২০:৩০মি. কাটলিছড়া- হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন