বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

ব্যবহারে পরিচয়

   ব্যবহারে পরিচয় 
  রফিক উদ্দিন লস্কর 

কিছু মানুষ রোজই ভাবে
অনেক সে ধীমান, 
মিথ্যে কথার ধনুক দিয়ে 
ছুঁড়ে বিশাল বাণ।

জ্ঞানের বহর পিঠে নিয়ে 
টগবগিয়ে চলে,
যখনই যা মুখে আসে
নির্বিচারে বলে। 

দাম্ভিকতার পাহাড় চূড়া
মনের মাঝে তার,
যার কারণে হোঁচট খায়
শালীন ব্যবহার। 

সর্বক্ষণ যে মনের মাঝে
পুষে রাখে জেদ,
তার কাছে নেই বালাই 
উঁচু নীচু ভেদ।

স্বরে জোরে করতে চায়
সবকিছু সে জয়,
বুঝেনি হাঁদা দিচ্ছে তার
আসল পরিচয়। 

রচনাকাল: ০৫ অক্টোবর ২০২৩ ইং, ২০:৩০মি. কাটলিছড়া- হাইলাকান্দি। 







কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...