সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ধার করা ভালোবাসা

                  ধার করা ভালোবাসা
                 নরফিক উদ্দিন লস্কর 
যখন ধার করা ভালোবাসা প্রজাপতির পাখায়
তখন প্রেম ভবঘুরে হয়ে ঘুরে ফুলের শাখায়। 
প্রজাপতি সুবাস নিতে কাননে ছুটে
তাজা ফুলের বুকে তার হুল ফোটে।
ফুল নির্ঘাত কষ্ট পেয়ে প্রজাপতির পানে চায়
কী ছিল তার এমন ভুল! সে নিজেকে শুধায়?

রচনাকাল: ২৩ অক্টোবর ২০২৩ ইং, ২১:৫৭ মি. সাহাবাদ- হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...