বুধবার, ২৯ মে, ২০২৪

হাইলাকান্দির মাত কথা

হাইলাকান্দির মাত কথা 
   রফিক উদ্দিন লস্কর 

হাইলাকান্দির মানুষ আমরা
ছাতারে কই ছাত্তি,
বিড়াল দেখলে মেকুর কই
হাতিরে কই আত্তি।

যেছা সময় বন্যা আইলে
তারে বলি ঘোলা,
হাঁস মুরগীর নষ্ট ডিমরে
আমরা কই ভোলা।

গোরুর বাচ্চা পুরুষ যেটা
সে অইলো দামা,
শক্ত ফোলা ইট ইটার
আরেক নাম ঝামা।

শিং ছাড়া গোরু ছাগল 
তারে কই বোচা,
চাউল ছাড়া ধান যেটা
ইটার নাম ছোছা।


পুরুষ পাখি দেখলে পরে
তারে কই মাদ্দা,
ময়লা কিংবা অপরিষ্কারের
বিকল্প নাম গাদ্দা।


সাদাসিধা গাঁওয়ের মানুষ 
সীমরে কইন উরি,
ছোটমোটো নালা দেখলে 
তারে ডাকইন জুরি।

আমরার বেজান শব্দ আছে 
যেথা অভিধানে নাই, 
আমরা কিন্তু নিজের ভাষায় 
মাতিয়া আরাম পাই।

রচনাকাল: ২৯/০৫/২০২৪ ইং, ১৬:৩৪ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।





কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...