পাথরের হৃদয়
রফিক উদ্দিন লস্কর
এককালে আমার হৃদয়টা ছিল বৃষ্টিভেজা মাঠ,
তোমার বাক্যের আগুনে এখন ছারখার পথঘাট।
যতই দিলাম ভালোবাসা, ফিরালে কেবল শূন্য,
তোমার ছোঁয়া হল শেষে অভিশপ্ত ও বিষণ্ণ।
এখন সে মনটা পাথর, বন্ধ সব অনুভব,
না থাকে আর প্রেম, না জাগে কোনো রব।
চেষ্টা করে আরা লাভ হবেনা, হয়েছে যে ভুল,
এই পাথর হৃদয়ে আর ফুটবে না ভালোবাসার ফুল।
রচনাকাল: ২৫ জুলাই ২০২৫ ইং, ১৯:১০মিনিট
হাইলাকান্দি-আসাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন