শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ভালোবাসা যায় না

ভালোবাসা যায় না 
রফিক উদ্দিন লস্কর 

সবাই পাক্কা ভালো হতে চায়,
তবু কেউ কেউ খারাপ হয়েই স্বস্তি পায়।
তারা দেখে না সকালের সূর্যোদয়,
রাতের অন্ধকারে খোঁজে  আত্মপরিচয়।

তাদের মুখের হাসি
এক একটা নাটক,
তাদের সাহায্য...
স্বার্থের বাঁধানো ফাটক।

তারা সময়মতো বন্ধু হয় 
প্রয়োজন ফুরোলে শত্রুও হয়।
তারা অশ্রুহীন চোখে কাঁদে
কেমনে ফাঁসানো যায় কলঙ্কের ফাঁদে।
বুকপকেটে শুধু হিসেবই থাকে,
কে কতটা দুর্বল, ভাঙা পথের বাঁকে।

চারপাশে এই খারাপ মানুষেরা 
বুকেরও খুব কাছে, কারো ভালো চায় না।
তাই আজকাল কাউকেই খুব বেশি ভালোবাসা যায় না।

রচনাকাল:২৬জুলাই ২০২৫ইং, ২০:১৩ মি. নিতাইনগর -হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...