না ফেরার পথে
রফিক উদ্দিন লস্কর
পথিক লিখে গেছে চিঠি, সে যাওয়ার বেলা,
আর আসবে না ফিরে, এবার বন্ধ সকল খেলা।
ভোরের আলোয় অজানা পথে হারায় ধীরে,
কেউ জানে না সে কখন কবে আসবে ফিরে।
আকাশ তার নামে আগলে রাখে কালো মেঘ,
বাতাস বাজায় বেদনার সুর বুক ভরা উদ্বেগ।
মনের মাঝে মায়া মমতা সে-ও ছিল ভুল,
আজ ভালোবাসা তার হৃদয়ে বিঁধেছে শূল।
অজানার পথে হেঁটে গেছে সে, ফিরায়নি মুখ
আত্মসম্মানে নিঃশব্দ যাত্রা, সঙ্গী তার শোক।
ভালোবাসাহীন না ফেরার পথে বসবাস আজ,
চুপচাপ জীবন, দীর্ঘশ্বাস, তবুও অমলিন সাজ।
রচনাকাল: ২৭জুলাই ২০২৫ইং,১২:৬মি. নিতাইনগর -হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন